Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Tomato blossom end rot disease
Details

টমেটোর ব্লোজম ইন্ড রট রোগ


লক্ষণঃ

১। পুষ্টি গ্রহন ক্ষমতা কমে যায় এবং ক্যালসিয়াম ট্রান্সলোকেশন কম হয় তখন এই রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায় । ২। অনেক সময় ফলের প্রান্তে পানিভেজা দাগের সৃষ্টি হয়ে ক্রামান্বয়ে কালচে রং ধারণ করে ।


ব্যবস্থাপনাঃ

১। মাটির আদ্রতা রক্ষার জন্য মালচিং করা বা খড়, শুকনা কচুরিপানা ইত্যাদি দিয়ে মাটি ঢেকে দেয়া । ২। পরিমিত ও সময়মত সুষম সার ও সেচ প্রয়োগ করা । ৩। লাল মাটি বা অম্লীয় মাটির ক্ষেত্রে শতাংশ প্রতি চার কেজি ডলোচুন প্রয়োগ করলে ভাল ফল পাওয়া যায়।

৪। জিপসাম সার ব্যবহার অথবা ক্যালসিয়াম সমৃদ্ধ অনুখাদ্য স্প্রে করা।

মো: নুরুজ্জামান

কৃষি সম্প্রসারণ অফিসার

বালাগঞ্জ, সিলেট।

Attachments
Image
Publish Date
03/03/2024
Archieve Date
23/01/2025